Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

*      বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, জেলাকারাগার ও ফায়ার সার্ভিস এর চাহিদাকৃত চাল ও গম স্থানীয় খাদ্য গুদাম সমূহ থেকে সরকারী নির্দেশনা মোতাবেক সরবরাহ করা হয়।

*      বাজার নিয়ন্ত্রন এবং গরীব, অসহায় ও স্বল্প আয়ের মানুষদের মধ্যে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয়ের উদ্দেশ্যে ও এম এস কার্যক্রম পরিচালনা করা হয়। নির্দিষ্ট্ ডিলারের মাধ্যমে জেলা/ উপজেলা/ পৌরসভা/ ইউনিয়ন পর্যায়ে স্থানীয় খাদ্য গুদাম সমূহ থেকে চাল ও আটা সরবরাহ করা হয়।

*      ফেয়ার প্রাইস কার্ড ডিলারের মাধ্যমে ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের মধ্যে স্বল্পমূল্যে চাল, গম ও আটা সরবরাহ করা হয়।

*      এছাড়া টিআর,কাবিখা, ভিজিডি, ভিজিএফ,ইপি, ওপি, জিআর সহ বিভিন্ন জরুরী ত্রানখাতসমূহে সরকারী নির্দেশনা মোতাবেক চাল/গম সরবরাহ করে দারিদ্র্য বিমোচনে সহায়তা করা হয়।

*      খাদ্য বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ । প্রতিবছর ২টি প্রধান সংগ্রহ মৌসুম যথাক্রমে- বোরো ও আমন সংগ্রহ মৌসুমে ধান ও চাল এবং গম সংগ্রহ মৌসুমে স্থানীয়ভাবে জেলা/ উপজেলা পর্যায়ে গম সংগ্রহ করে সরকারের মজুদ গড়া ও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করা হয়।